যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন তাদের পরার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। গতকাল বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘যারা করোনার টিকা নিয়েছেন ও আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। ’ ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এ নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বলসোনারো আরও বলেন, ‘যারা করোনায় সংক্রমিত হয়েছেন শুধু তাদের জন্যই কোয়ারেন্টিন প্রয়োজন।’
করোনার সংক্রমণ রোধে বলসোনারো বরাবরই লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলার বিরোধী। সংক্রমিত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। মৃত্যুর হিসেবে দুই নম্বরে রয়েছে দেশটি।
এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭২ লাখ ১৫ হাজার মানুষ। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে চার লাখ ৮২ হাজার ১৩৫ জনের।