শত্রুর মুখে ছাই দিয়ে সেপ্টেম্বরেই মা হচ্ছেন নুসরাত জাহান। দক্ষিণ কলকাতার একটি নামী হাসপাতালে নামী গাইনকোলজিস্ট এর তত্ত্বাবধানে সন্তান জন্মাবে নুসরাতের। তার আগেই আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হতে পারে নুসরাত-যশ এর নিবিড় সম্পর্ক। যদিও বিয়ে করার কিঞ্চিৎ অসুবিধা আছে দুজনের। আলিপুর আদালতে নুসরাতের স্বামী অথবা সহবাস সঙ্গীর তুরস্কের বিয়ের একটি আনালমেন্টের আবেদন বিবেচনাধীন আছে। আগস্টে শুনানি। তার আগে সরকারিভাবে নুসরাত-যশ এর চার হাত এক হওয়া সমস্যার। তবে, জানা যাচ্ছে যশ দাসগুপ্ত নাকি নুসরাতের সন্তানের পিতৃত্বের দায় নিতে রাজি।
নুসরাতের স্বামী অথবা সহবাস সঙ্গী নিখিল জৈন এর সঙ্গে ছোটবেলার স্কুল সঙ্গিনী, অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সম্পর্কের রসায়ন পাকছে বলেই জানা গেছে। নিখিল অবশ্য নুসরাতের সন্তানের পিতৃত্বের দায় আগেই অস্বীকার করেছেন।