কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার সঙ্গে হেরে বিদায় নিয়েছে উরুগুয়ে। পুরো ম্যাচজুড়ে লুইস সুয়ারেজদের বিপক্ষে সমান তালে খেলেছে কলম্বিয়া। তবে গোলের দেখা পায়নি কেউই। নিয়ম অনুযায়ী ম্যাচ টাইব্রেকারে গড়ালে ব্যবধান গড়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক দাভিদ ওসপিনা। তার নৈপুণ্যে চলতি আসরের সেমি-ফাইনালে উঠল কলম্বিয়া।
রোববার ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় ম্যাচটি ড্র হলে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে যায় কলম্বিয়া। ভাগ্যের কাছে হেরে বিদায় নেয় আসরটির সর্বাধিক শিরোপাধারী দল উরুগুয়ে।
টাইব্রেকারে কলম্বিয়ার চার শটের সবকটিই লক্ষ্যভেদ হয়। বিপরীতে উরুগুয়ের চার শটের মাত্র দুটি জালের দেখা পায়। এ ছাড়া হোসে হিমেনেস ও মাতিয়াস ভিনার শট ঠেকিয়ে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন গোলরক্ষক ওসপিনা।
সেমি-ফাইনালে কলম্বিয়া খেলবে আর্জেন্টিনা ও একুয়েডরের মধ্যে বিজয়ীর বিপক্ষে। সবশেষ ২০০১ সালের কোপা আমেরিকার আসরে শিরোপা জিতেছিল দলটি। চলতি আসরের আয়োজন হওয়ার সুযোগ থাকলেও দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সুযোগ হাতছাড়া হয় তাদের।