চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (৪০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে মুম্বাইয়ের কুপার হাসপাতালের কর্মকর্তারা।
হিন্দুস্থান টাইমস জানায়, বৃহস্পতিবার সকালে বড় ধরনের হার্ট অ্যাটাক হয় সিদ্ধার্থের। বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নেওয়ার আগেই এই অভিনেতা মারা যান জানান হাসপাতাল কর্মকর্তারা।
কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেন তিনি।
‘সাবধান ইন্ডিয়া’ ও ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ -এর মতো রিয়্যালিটি শো-তেও সঞ্চালক হিসেবে বেশ কিছুদিন কাজ করেছিলেন সিদ্ধার্থ। তবে তিনি সবচেয়ে আলোচনায় আসেন ২০১৯ সালে ‘বিগ বস’র ১৩তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে তার ব্যক্তিত্ব খুব জনপ্রিয়তা পায়। এই শোয়ের সুবাদেই সহপ্রতিযোগী শেহনাজ গিলের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে সিদ্ধার্থের। নেটিজেনরা তাদের একসঙ্গে ‘সিডনাজ’ বলে ডাকতেন।
১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্ম হয়েছিল সিদ্ধার্থ শুক্লার। মডেলিং দিয়েই পা রেখেছিলেন বিনোদন জগতে। ২০০৪ সালে টেলিভিশনে হাতেখড়ি এবং ২০০৮ সালে তিনি অভিনয় শুরু করেন। এদিকে, তার মৃত্যুতে বলিউড ও টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।