শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

আজ থেকে আবার সিরিজ বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬ বার

আজ মঙ্গলবার থেকে দ্বিতীয় দফায় সিরিজ বৈঠকে বসছে বিএনপি। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ বৈঠক। এ বৈঠকেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মপন্থা ঠিক করতে দলের নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক জেলা শাখার সভাপতি অথবা আহ্বায়কদের মতামত নেওয়া হবে। গত শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বৈঠক ডাকা হয়।

এর আগে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টাদের মতামত

নেয় দলের নীতিনির্ধারণী ফোরাম। সিরিজ বৈঠকের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১০-১২ দফার একটি রূপরেখার খসড়া করেন। সেটি চূড়ান্ত করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি তাদের মতামত নেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধারাবাহিক সভাগুলো শেষ হওয়ার পর আমাদের পরবর্তী কর্মপন্থা জানানো হবে।

দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, এ বৈঠকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে ৩৬৩ জনকে আমন্ত্রণ জানানো হয়। প্রথম দিন আজ মঙ্গলবার ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) মিলে ১২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার বৈঠক হবে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে ১২৯ জনের সঙ্গে। শেষ দিন বৃহস্পতিবার খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতি মিলে ১০৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকগুলো হবে বিভাগভিত্তিক। ইতোমধ্যে সংশ্লিষ্ট নেতাদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রতিদিন বিকাল সাড়ে ৩টায় এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরাও।

২০১৮ সালের ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাজা নিয়ে কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত দায়িত্বে আসেন তারেক রহমান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নির্বাহী কমিটির বর্তমান সংখ্যা ৫০২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com