সময়ের আলোচিত নাম পরীমনি। দেশী-বিদেশি সংবাদমাধ্যমের চোখ এখন তার দিকে। যা পোস্ট করছেন তা নিয়েই হচ্ছে খবরের শিরোনাম। পেরিয়ে গেছেন গণ্ডি। ভিড় বাড়ছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিদিন উঁকি দিচ্ছেন অসংখ্য ভক্ত। শুধু কি ভক্ত? উঁকি দিতে ভুলছেন না সংবাদমাধ্যগুলোও। সব বাধা পেরিয়ে এরই মধ্যে কাজে ফিরেছেন পরীমনি। ব্যস্ত হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের মতোই নিজের ভালো লাগাগুলো শেয়ার করেছেন। জানান দিচ্ছেন নতুন খবরেরও।
এবার পরীমনি তার ফেসবুকে ‘ভেলকি’ শিরোনামের একটি অ্যালবাম তৈরি করেছেন। গতকাল মঙ্গলবার সেখানে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘টেন এর পরে আমি তো আর গুণতে পারি না। ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না। প্রেমের মরা সে তো নাকি জলে ডোবে না। আমি প্রেম করতে রাজি। মারতে রাজি। মরতে রাজি না।’
ক্যাপশনের কপিরাইট দিয়েছেন সংগীতশিল্পী তাপসকে। এর আগে লাল টপসে চারটি ছবি শেয়ার করেন পরীমনি। ক্যাপশনে জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকবি বব মার্লের একটি উক্তি যুক্ত করেছেন। লিখেছেন, ‘যে জীবনযাপন করছো তাকে ভালোবাসো। যে জীবন ভালোবাসো সেভাবে বাঁচো।’
এদিকে, পরীমনির হাতে আছে একাধিক সিনেমা। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’, রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, সঞ্জয় সমাদ্দরের ‘বায়োপিক’। এ ছাড়া চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ ওয়েব ফিল্মেও অভিনয় করার কথা রয়েছে পরীমনির। নভেম্বরে এর কাজ হওয়ার কথা রয়েছে।