আরও একটি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। প্রায় দেড় যুগ ধরে বেশ কয়েকটি টুর্নামেন্টে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। সবশেষ ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। এরচেয়ে বড় অর্জন বলতে বিশ্ব মঞ্চে আর কিছুই নেই। টি-টোয়েন্টি অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তবে দলের কাছে বাড়তি প্রত্যাশা না থাকলেও চ্যাম্পিয়ন হোক এমনটাই চান আব্দুর রাজ্জাক।
আজ শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই নির্বাচক বলেন, ‘সেরা দলই যাচ্ছে। আশা করব যেন ভালো একটা ফলাফল হয়। অমুক অবস্থানে দলকে দেখতে চাই- এভাবে বলা ঠিক হবে না। কারণ ভালোর শেষ নেই।’
দলের প্রতি আলাদা কোনো প্রত্যাশা না থাকলেও বিশ্বমঞ্চে দারুণ কিছু দেখতে চান তিনি। তিনি বলেন, ‘আমি তো খুশি হব চ্যাম্পিয়ন হলেই। আমি নিশ্চিত আপনারা সবাইও তাতেই খুশি হবেন। আমি চাইব বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।’