টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে হতাশাই যেন বাংলাদেশ দলের একমাত্র সঙ্গী। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে হেরে বিশ্বকাপ শুরুর পর টানা দুই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে টাইগাররা। কিন্তু সেই জয়ের ধারা ধরে রাখতে পারেনি ক্রিকেটাররা। সুপার টুয়েলভে এসে শুরুতে শ্রীলঙ্কা এরপর ইংল্যান্ডের কাছেও হেরে গেল মাহমুদউল্লাহরা। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু ভুল থেকেই যাচ্ছে। যার খেসারত দিতে হচ্ছে হারের মধ্য দিয়ে।
বিশ্বকাপের শুরু থেকে ব্যাটসম্যানদের রান না পাওয়া বাংলাদেশ দলের হারের সবচেয়ে বড় কারণ। তার উপর ওপেনিংয়ে ব্যর্থতা কাটছেই না। ওপেনারদের একের পর এক ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে বোলারদেরও। একই সঙ্গে টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ছয় ওভার বাংলাদেশ রান করতে না পারলেও উইকেট হারাচ্ছে ঠিকই। তাতে করে পরের ব্যাটসম্যানদের উপর চাপ বেড়ে যাচ্ছে এবং রান খরা কাটাতে পারছে না কেউই।
বিশ্বকাপ মঞ্চে কেন এমন হচ্ছে? কোথায় আসলে সমস্যা হচ্ছে? এমন নানা প্রশ্ন রাখা হয় স্পিনার নাসুম আহমেদের সামনে। ইংল্যান্ডের সঙ্গে বড় হারের পর সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন, তাদের দ্বারা হচ্ছে না।
সংযুক্ত আরব আমিরাতের উইকেটকে কিছুটা ঢাকার উইকেটের মতো মনে হয় কি না এমন প্রশ্নে নাসুম বলেন, ‘উইকেট ওরকম না। স্পিনাররা টার্ন পাচ্ছে না। এই রানের ( ইংল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করে বাংলাদেশ) লড়াই করতে চেয়েছিলাম। হয়নি আমাদের দ্বারা।’
ব্যাটসম্যানরা রান না পাওয়াতে বোলারদের উপর চাপ পড়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বোলারদের মধ্যে কি কোনো আলাপ হয়? এমন প্রশ্নে নাসুম বলেন, ‘এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা তো অবশ্যই কথা বলি। আমাদের যেহেতু হচ্ছে না। আমরা প্রথম ছয় ওভার রান তুলতে পারতেছি না। এজন্য আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। রানও হচ্ছে না উইকেটও চলে যাচ্ছে। কিন্তু এটা নিয়ে কথা হয়, সবার ভেতরই চেষ্টা আছে। ভালো কিছু করার । হচ্ছে না আসলে..এ জন্য সমস্যা হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রত্যেক ম্যাচেই তো আমাদের একটা চেষ্টা থাকে যেন আমরা একটা ম্যাচ বের করতে পারি। অবশ্যই একটা ব্যাটসম্যান বা একটা বোলার পারফর্ম করলে অবশ্যই জেতার একটা সুযোগ থাকে। কিন্তু একটা কথাই আমি বার বার বলতেছি আমরা চেষ্টা করতেছি ওইটা আমাদের দ্বারা হচ্ছে না।’
বার বার নিজেদের হতাশা প্রকাশ করে হচ্ছে না বলে যাচ্ছেন নাসুম। কেন হচ্ছে না নাকি পারছেন না এমন প্রশ্নে এই স্পিনার বলেন, ‘পারছি না বলতে সেটা না, আমাদের দ্বারা হচ্ছে না। কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো বা আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা ভালোভাবে সম্পাদন করতে পারতেছি না।’
দলের বাইরের সমালোচনা ক্রিকেটারদের মাঝে প্রভাব ফেলছে না জানিয়ে তিনি বলেন, ‘আসলে বাইরে কি হচ্ছে না হচ্ছে ওগুলো নিয়ে আমরা ভাবতেছি না। আমরা পারফর্ম করবো কিভাবে সেটা নিয়ে চিন্তা করতেছি এবং ওইভাবে অনুশীলন করতেছি। বাইরে কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়ে ভাবতেছি না।’