বিনা প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ কথা জানান।
প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা যেন অবস্থান করতে না পারেন সেজন্য গত রোববার রাত থেকে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাস অনেক ছোট। বহিরাগতদের অনুরোধ করছি, প্রয়োজন ছাড়া কেউ যেন ক্যাম্পাসে অবস্থান না করেন।’
শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বজায় রাখতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান গোলাম রব্বানী। তিনি বলেন, ‘কারো প্রয়োজন থাকলে একাধিকবার ক্যাম্পাসে আসতে পারবেন।’
এ ছাড়া ঢাবি ক্যাম্পাস মাদকমুক্ত রাখতেও অভিযান চালানো হচ্ছে বলে জানান প্রক্টর। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।