দিন যত এগোচ্ছে, ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ বাড়ছেই। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরার বিলাসবহুল রিসোর্টে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান হবে। এবার শোনা গেল বিয়ের পরে ‘টাইগার জিন্দা হ্যায়’ তারকা নাকি নামবদল করে ফেলবেন!
ক্যাটরিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কারিনা কাপুর খান আর ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো ক্যাটরিনা হয়ে যেতে পারেন ক্যাটরিনা কাইফ কৌশল। আর এটা সত্যি হয়ে থাকলে আসন্ন ছবি ‘টাইগার থ্রি’তে নাম পাল্টে যেতে পারে তার। সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ নিয়ে দারুণ ব্যস্ত তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিওয়ালির দিনই ভিকি ও ক্যাটরিনা রোকা সেরেছেন। ক্যাটের কাছের বন্ধু বলিউড পরিচালক কবির খানের বাড়িতে বসেছিল বাগদানের আসর। সেই অনুষ্ঠানে অভিনেত্রীর মা সুজান, বোন ইসাবেলা এবং ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর ভিকি-ক্যাটের বিয়ের আসর বসবে বলে শোনা যাচ্ছে। ইতোমধ্যে তারা বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করেছেন।