বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টের জন্য ইতোমধ্যে ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আগামীকাল শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হবে প্রথম টেস্ট।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
পাকিস্তানের টেস্ট দল : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, রিজওয়ান (উইকেট রক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি।