বিশ্ব ফুটবল ভক্তদের মাথায় যেন হঠাৎ করেই বাজ ভেঙে পড়েছে। আর পড়বে নাই বা কেন। ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের আগেই যে ফুটবলপ্রেমীদের জন্য অত্যন্ত খারাপ একটি খবর প্রকাশিত হয়েছে। পর্তুগাল ও ইতালির মধ্যে যেকোনো একটি দল কাতার বিশ্বকাপেই অংশ নিতে পারবে না। তার কারণ বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের জন্য ইউরোপিয়ান প্লে অফের যে সূচি হয়েছে, ইতালি ও পর্তুগাল পড়েছে একই গ্রুপে। এবং একটি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতেই পারবে না।
প্লে-অফের ‘সি’ গ্রুপে রোনালদোদের প্রথমে খেলবে তুরস্কের বিরুদ্ধে। ইতালি আবার উত্তর ম্যাসিডোনিয়ার মুখোমুখি হবে। পর্তুগাল ও ইতালি নিজেদের ম্যাচ জিতলে একে অপরের মুখোমুখি হবে। সে ক্ষেত্রে যেকোনো একটি দল যাবে কাতার বিশ্বকাপে।
সূত্র : হিন্দুস্তান টাইমস