মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

‘ক্যাটরিনার ওপর ভিকি আধিপত্য দেখালেই ভেঙে যাবে বিয়ে’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার

অবশেষে ভারতের জয়পুরে প্রাসাদে বিয়ে সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, যা ছিল বলিউডে এই বছরের সবচেয়ে আলোচিত বিয়ে। এই বিয়ে ঘিরে আলোচনার শেষ নেই। এসবের মাঝেই এক ট্যারো কার্ড রিডারের করা ভবিষ্যৎবাণীতে হইচই পড়ে গেছে।

জীভিকা শর্মা নামে এক ট্যারো কার্ড রিডারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন, ভিকির উপর ক্যাটরিনার আধিপত্য জমানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এরকম হলে ভিকির ক্যারিয়ারে উন্নতি ঘটবে। সঙ্গে ভিকি আর ক্যাটের বন্ধন হবে অবিচ্ছেদ্য, যা তাদের সুখী দম্পতি করে তুলবে।

ওই ট্যারো কার্ড রিডার আরও জানিয়েছেন, ভিকি আর ক্যাটরিনার সুখী দাম্পত্যের চাবিকাঠি থাকবে তাদের বোঝাপড়ায়। একে-অপরের প্রতি বিশ্বাস, ভরসাই তাদের একসাথে থাকতে সাহায্য করবে। ভিকি খুব হালকা মনের ছেলে হলেও কখনো পারিপার্শ্বিক লোকের কথায় ক্যাটরিনার ওপর আধিপত্য দেখানোর চেষ্টা করতে পারে। আর ভিকির এই পদক্ষেপে ভেঙে যেতে পারে তাদের বিয়েও।

একইসঙ্গে ওই প্রতিবেদন অনুসারে ২০৩০ সাল অবধি ভিকি আর্থিক বিনিয়োগ, আর্থিক সঞ্চয়ের ব্যাপারে অতটা মনযোগী হবে না, যা নিয়ে পরবর্তী সময়ে সমস্যায় পড়বেন অভিনেতা। এমনকি, এই নিয়েও ভিকির নায়িকা-বউয়ের সঙ্গে ঝামেলা বাঁধারও সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com