পাকিস্তানের করাচিতে গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার করাচির শেরশাহ এলাকার পরচা চকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে অনন্ত ১৩ জন আহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, একটি প্রাইভেট ব্যাংকের নিচে নালায় গ্যাসের পাইপলাইন থেকে বিস্ফোরণ হয়। এতে ব্যাংকটি ছাড়াও নিকটস্থ একটি পেট্টল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। নালা পরিষ্কার করতে কর্তৃপক্ষকে ব্যাংক খালি করার নোটিশ দেওয়া হয়েছিল।
ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারীরা বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে হতাহতদের উদ্ধার করছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। করাচি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড। এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।