কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে বুধবার ঢাকায় এসেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।
বিপিএলে এটি মঈনের দ্বিতীয় মৌসুম। এর আগে ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছিলেন তিনি।
ইংলিশ অলরাউন্ডার এখন পর্যন্ত বিপিএলে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন এবং চারটি ইনিংসে ব্যাট করে ৪৬ রান করেছেন।
মঈন দেশের হয়ে মোট ৪৯টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলতি মৌসুমে চারটি ম্যাচ খেলে তিনটিতে জিতেছে। বর্তমানে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে তারা। ৩ ফেব্রুয়ারি মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কুমিল্লা।