মাদারীপুর শহরে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর মনিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী ফারজানা ইসলাম (৩০)। স্বামী-স্ত্রী দুজনই গ্রামীণ ব্যাংকের শরীয়তপুরের ডোমসার শাখার কর্মকর্তা ছিলেন।
জানা গেছে, অফিসের কাজ শেষ করে তারা মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন। মাদারীপুর শহরের পৌর শিশুপার্কের কাছে এলে পেছন থেকে ইটবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।