জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাহতাবুল রহমান বাবু (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে।
আজ শুক্রবার সকালে পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদের ব্রহ্মপুত্র নদ থেকে বাবুর লাশটি উদ্ধার করা হয়।এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
স্থানীয়রা জানান, বাবু বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। এক পর্যায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে এলাকার মানুষ উদ্ধারের জন্য নদে নেমে পড়েন।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খাইরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ডুবুরি দল নিয়ে উদ্ধার কাজে অংশ নেন। লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।