ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাইবোন মারা গেছে।
আজ রোববার সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী।
নিহতরা হলো উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ইসলাম (৬) ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার (৪)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে খাওয়া শেষে চাচাতো ভাইবোন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় পুকুরের পানিতে বোন শোভা পড়ে যায়। ছোটবোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুজনই মারা যায়। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে। পরে রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
হরিপুর থানা পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছাই। মৃত ভাইবোনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।