মাদ্রিদ ওপেনে কার্লোস আলকারাজ় গার্ফিয়ার দাপট চলছেই। রাফায়েল নাদালের পর এবার বিশ্ব টেনিসের আরেক মহাতারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলেন ১৯ বছরের এই তরুণ।
সেমিফাইনালে পুরুষ বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচকে ৬-৭, ৭-৫, ৭-৬ সেটে হারান কার্লোস।
এর আগে কোয়ার্টার ফাইনালে নাদালকে রীতিমতো উড়িয়ে দেন স্পেনের কার্লোস। রেকর্ড ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে ৬-২, ১-৬, ৬-৩ সেটে হারান তিনি।