যুক্তরাষ্ট্র নিউইয়র্কের মাটিতে প্রদর্শিত হলো বাংলাদেশের চলচ্চিত্র মুজিব আমার পিতা এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে পিতা শেখ মুজিবুর রহমানকে দেখানো হয়েছে চলচ্চিত্রে, ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি,বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য, জাতিসংঘে বাংলাদেশের স্থাযী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবার ফাতেমা,নিউইয়র্ক কনসাল জেনারেল ড.মোহাম্মদ মনিরুল ইসলাম,যুক্তরাষ্ট্র আওযামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুজিব আমার পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমানকে কিভাবে দেখছেন তা নিয়ে রচিত শেখ মুজিব আমার পিতা গ্রন্থের অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবিটি চলচ্চিত্রটি।এই চলচ্চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে,ছবিটিতে বঙ্গবন্ধুর জন্ম থেকে ৫২ সালের ভাষা আন্দোলন পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রযোজনায় মুজিব আমার পিতা ছবিটি পরিচালনা করেছেন সোহেল রানা।প্রদর্শনীতে আইসিটি প্রতিমন্ত্রী বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ যে অনেকদূর এগিয়েছে দেশে-বিদেশে তা সবার কাছে প্রশংসা কুডিযেছে।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।