লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে মাদক কারবারিদের ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহানী আলী ও মমতাজ উদ্দিন এবং ইশোরকোল এলাকার দুই স্থানীয় বাসিন্দা মজমুল ইসলাম (৩২) ও আব্দুল খালেক।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাকিনা-মহিপুর বাইপাস সড়কের সিরাজুল মার্কেট এলাকায় পুলিশের একটি দল তল্লাশি অভিযানে একটি প্রাইভেটকার থামায়।
ওসি বলেন, তারা গাড়িটি তল্লাশির চেষ্টা করলে চালক ও তার সহকারী তাদের ছুরিকাঘাত করেন এবং স্থানীয় দুই পথচারী এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল ও একটি বিদেশী চাকু উদ্ধার করা হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর অধীনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি