সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ফের ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের ৭০.১ ওভারে বৃষ্টি হানা দেয়। একইসঙ্গে আম্পায়ার লাঞ্চের বিরতি দেন। তবে বৃষ্টি না থামায় খেলা আপাতত বন্ধ রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। তারা এখনও বাংলাদেশ থেকে ১৫৫ রানে পিছিয়ে রয়েছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতে আগের দিনের নাইটওয়াচম্যান হিসেবে নামা কাসুন রাজিথাকে শূন্য রানেই বোল্ড করেন এবাদত হোসেন। তবে দারুণ ব্যাট করা দিমুথ করুনারত্নেকে বোল্ড করেন সাকিব আল হাসান। লঙ্কান অধিনায়ক ১৫৫ বলে ৯টি চারে ৮০ রান করেন।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।