পুরান ঢাকার পোস্তা চকবাজার এলাকায় মঙ্গলবার ভোরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে কারখানার ভেতরে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার বলেন, ‘এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।’
তিনি বলেন, সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি এবং তদন্তের পর আগুনের উৎস শনাক্ত করা যাবে।
সূত্র : ইউএনবি