সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

উপ-পুলিশ সুপার হলেন পাকিস্তান পেসার আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৯২ বার

পাকিস্তানের উপ-পুলিশ সুপারের (ডিএসপি) সাম্মানিক পদ পেলেন দেশটির পেসার শাহীন শাহ আফ্রিদি। তারকা এ ক্রিকেটারকে সোমবার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ।

তরুণ পেসার শাহীন পাকিস্তান পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল ও পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাত কাজ করবেন। পাশাপাশি পুলিশ ও জনগনের মধ্যে সু-সম্পর্ক স্থাপনেও কাজ করবেন এই বাঁহাতি।

পেশোয়ারে এক অনুষ্ঠানে শাহীন শাহ আফ্রিদিকে খাইবার পাখতুন পুলিশের শুভেচ্ছা দূত এবং উপ-পুলিশ সুপার হিসেবে ঘোষণা করা হয়। তাকে পোশাক ও ব্যাজ পরিয়েও দেওয়া হয়।

এনিয়ে শাহীন বলেন, ‘আমার বাবা একজন অবসরপ্রাপ্ত খাইবার পাখতুন পুলিশের কর্মকর্তা। এছাড়া আমার ভাইও বর্তমানে এই ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com