রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৯৬ বার

আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে তিন ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দুই সিরিজের সময়সূচি ঘোষণা করে স্বাগতিক দেশটি।

ঘোষণায় জানানো হয়, ৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডের লড়াই। আগামী ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

প্রথম টি-টোয়েন্টি (৩০ জুলাই, বিকেল ৫টা)

দ্বিতীয় টি-টোয়েন্টি (৩১ জুলাই, বিকেল ৫টা)

তৃতীয় টি-টোয়েন্টি (২ আগস্ট, বিকেল ৫টা)

প্রথম ওয়ানডে (৫ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)

দ্বিতীয় ওয়ানডে (৭ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)

তৃতীয় ওয়ানডে (১০ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com