টিকিট না পেয়ে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছেন শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। বুধবার সকালে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী সহ অন্যান্য যাত্রীরা।
এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির বলেন, শিক্ষার্থীসহ যাত্রীরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখনো আটকে আছে। এ কারণে নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা থেকে সারাদেশ কোনো ট্রেন যেতে পারছে না। তবে সারাদেশ থেকে ঢাকায় ট্রেন আসতে পারছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, বুধবার সকাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীরা বিক্ষোভ করছেন। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
এদিকে শিক্ষার্থীরা জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু বিজ্ঞান বিভাগের পরীক্ষা রয়েছে আগামী ২৫ জুলাই। এজন্য শিক্ষার্থীরা আজ ২৪ জুলাইয়ের টিকিট ক্রয় করতে চেয়েছিল। তবে, কেবল চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন বলে জানায়।
শিক্ষার্থীরা আরো জানায়, বাকি টিকিটগুলো উধাও হয়ে গেছে। এ কারণে টিকিট নিশ্চিত না হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।