এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার মিরপুরে দীর্ঘ ৩১ মিনিটের এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব।
সাকিব বলেন, ‘আমরা এখন ছোট বাচ্চা নই যে সব শিখিয়ে দিতে হবে। আমাদের রিসোর্সগুলো ব্যবহার করতে পারলে আমরা এশিয়া কাপে ভালো করতে পারব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে আমূল পরিবর্তনের ভাবনা নেই সাকিবের। দুই মাস সময়ের পুরোটা কাজে লাগিয়ে যতটা সম্ভব দলের উন্নতি করতে চান বাংলাদেশ অধিনায়ক।
সাকিব বললেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এ সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’
মুশফিককে নিয়ে সাকিব জানান, কিপার হিসেবে মুশফিক উইকেটের পেছনে থাকলে মাঠে সাকিবের কাজ অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিক ফিল্ডিংয়ে খেলোয়াড়দের পজিশন ঠিক করে দেয়ায়, মাঠের অন্য পরিকল্পনা নিয়ে ভাবার ফুরসত মেলে সাকিবের।
মাহমুদউল্লাহ এবং মুশফিককে নিয়ে সাকিব বলেন, ‘উনারা দুজন খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এই সিস্টেমের। উনারা এটা সম্বন্ধে অবগত। উনারা জানে উনাদের দায়িত্বটা কী, উনাদের চ্যালেঞ্জ গুলো কী। উনারা জানে, কোন সিচুয়েশনে উনারা আছেন। আমার আলাদা করে কিছু বলার নাই। উনারা এতদিন ধরে খেলার পরে উনারা খুব ভালো করে পুরো সিচুয়েশন সম্বন্ধেই সচেতন। আমরাও জানি আমরাও কি আশা করছি উনাদের থেকে। আর যেটা বলেছি, উনারা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের সিস্টেমের জন্য।’
উল্লেখ্য, ২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল ৫টায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান।