প্রধানমন্ত্রীকে নিউইযর্ক জেএফকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এয়ারপোর্ট থেকে শুরু করে জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ এবং প্রধানমন্ত্রীর প্রবাসী নাগরিক সম্বর্ধনা সহ বিভিন্ন কর্মসূচি সফল করার জন্য প্রতিদিন মিছিল মিটিং সমাবেশ করছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ইউএস বাংলা বলেন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র স্বাগত জানানোর জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন,এয়ারপোর্ট থেকে শুরু করে জাতিসংঘের সামনের শান্তি সমাবেশ প্রবাসী নাগরিক সম্বর্ধনা সহ যুক্তরাষ্ট্রে যতদিন প্রধানমন্ত্রী অবস্থান করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ভ্যানগার্ড হিসেবে নেত্রীর আশেপাশে অবস্থান করবেন।
যুক্তরাষ্ট্র নাগরিক কমিটির আহ্বায়ক হিল্দাল কাদির বাপ্বা বলেন প্রধানমন্ত্রী প্রতিটি কর্মসূচি সফল করার লক্ষ্যে নাগরিক কমিটি কাজ করছে,পাশাপাশি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন কমিটিকে হয় নাই,সেই কমিটির দাবিতে নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি,আশা করি এবার সম্মেলন হবে এবং সুন্দর একটি কমিটি উপহার দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বলেন জননেত্রীর আগমনকে স্বাগত জানানোর জন্য নিউইযর্ক মহানগর আওযামী লীগের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।এছাড়া নেত্রীর সকল কর্মসূচিকে সফল করার জন্য সর্বদায় প্রস্তুত আছি।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যখন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে পা-রাখবেন তখন থেকে ভ্যানগার্ড হিসেবে নিউইযর্ক মহানগর আওযামী লীগের নেতাকর্মীরা নেত্রীর আশেপাশে অবস্থান করবেন,এবং শান্তি সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।যাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র কারীরা জননেত্রী শেখ হাসিনার আশেপাশের না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এবং যেকোন ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।
(প্রসঙ্গ॥যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন কে কে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যাশী….
সভাপতি পদে প্রত্যাশী যাদের নাম আলোচনায় আসছে তারা হলেন ড.সিদ্দিকুর রহমান ড.মনসুর খান,ডক্টর জিয়াউদ্দিন আহমেদ,ডাক্তার মাসিদুল হাসান, এম ফজলুর রহমান॥
সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী:আব্দুস সামাদ আজাদ,হিল্দাল কাদির বাপ্পা,কাজী কযেস, নুরুল আমিন বাবু,ইমদাদ চৌধুরী,দেওয়ান বজলু।