প্রচণ্ড গতিতে কিউবায় আঘাত হানার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে হারিকেন ইয়ান।
জানা গেছে, মঙ্গলবারের শেষ দিকে হারিকেন ইয়ান কিউবার উপকূলে আঘাত হানে। এতে বিদ্যুৎবিচ্ছন্ন হয়ে পড়েছে গোটা দেশ। একই সঙ্গে ঝড় ও বন্যা দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলকে লণ্ডভণ্ড করে দিয়েছে।
বর্তমানে হারিকেন ইয়ান ক্যাটাগরি-২ অবস্থানে আছে। ফ্লোরিডায় আঘাত হানার সময় এটি ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হতে পারে।
হারিকেন ইয়ান বুধবার ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল হারিকেন রিচার্স সেন্টার।
হারিকেনের প্রভাবে মঙ্গলবার বিকাল থেকেই ফ্লোরিডায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের কারণে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে। ফলে সরিয়ে নেওয়া হতে পারে রাজ্যের কয়েক লাখ বাসিন্দাকে। এরই মধ্যে ফ্রোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজ্য গভর্নর রন ডি স্যান্টিসও নিচু এলাকাসহ সবগুলো শহরে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন। সূত্র: বিবিসি