টি-টোয়েন্টি ফরম্যাটে আরও একটি অর্ধশতক হাঁকালেন বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার রাতে ২৭তম ফিফটি হাঁকান পাকিস্তান অধিনায়ক।
আর সেই সুবাদে প্রতিদ্বন্দ্বী ব্যাটার ভারতের সেনসেশন বিরাট কোহলির অনবদ্য একটি বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন বাবর আজম।
সিরিজের ষষ্ঠ ম্যাচে ৫৯ বলে সাত বাউন্ডারি আর তিন ছক্কায় অপরাজিত ৮৭ রান করেন বাবর। অধিনায়কোচিত ইনিংসে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের হয়ে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর।
এ তিন হাজারের মাইলফলক ছুঁতে বাবরের লেগেছে ৮১ ইনিংস। ঠিক সমানসংখ্যক ইনিংস খেলেই এ মাইলফলক স্পর্শ করেছিলেন কোহলিও।
পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিন হাজারি ক্লাবে প্রবেশ করলেন বাবর। কবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ডে পঞ্চম।
তার আগের চার ব্যাটার হলেন— ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও আয়ারল্যান্ডের পল স্টারলিং।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার ক্লাবের তারকারা—
১. রোহিত শর্মা: ১৪০ ম্যাচের ১৩২ ইনিংসে ৩৬৯৪ রান।
২. বিরাট কোহলি: ১০৮ ম্যাচের ১০০ ইনিংসে ৩৬৬৩ রান।
৩. মার্টিন গাপটিল: ১২১ ম্যাচের ১১৭ ইনিংসে ৩৪৯৭ রান।
৪. বাবর আজম: ৮৬ ম্যাচের ৮১ ইনিংসে ৩০৩৫ রান।
৫. পল স্টার্লিং: ১১৪ ম্যাচের ১১৩ ইনিংসে ৩০১১ রান।