২০ হাজার আশ্রয়প্রার্থীর আবাসন সমস্যার চ্যালেঞ্জ মোকাবিলায় নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ব্যাপক উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন পার্কে টেন্ট স্থাপন করে তাদের রাখার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে ট্রাইবরো ব্রিজের নীচে র্যানডেল আইল্যান্ডে হাজারের ওপর টেন্ট স্থাপন করে নাম দেয়া হয়েছে টেন্ট সিটি। সম্পূর্ণ মানবিক কারণে তিনি মাইগ্র্যান্টদের পাশে দাঁড়িয়ে ৫টি বরোতেই মাইগ্র্যান্টদের জন্য টেন্ট স্থাপন বা হোটেলের ব্যবস্থা নিয়েছেন।
দেশের সীমান্তবর্তী স্টেট বিশেষ করে টেক্সাস ও আরিজোনা হয়ে নিউইয়র্কে আসা ২০ হাজার এসাইলির বাসস্থান, খাদ্য ও চিকিৎসার আয়োজন করা সিটির পক্ষে এক দুরূহ ব্যাপার। তাদের নিয়ে হিমশিম খাচ্ছে সিটি। ইমিগ্র্যান্টদের সাড়ে ৫ হাজারই শিশু। এসব শিশু ছেলেমেয়েদের স্কুলে ভর্তির আয়োজনে দিনরাত পরিশ্রম করছে সিটির শিক্ষা বিভাগ।
প্রায় প্রতিদিনই টেক্সাস গভর্নরের পাঠানো বাসে নিউইয়র্কে আসছে এসাইলিরা। বাসগুলো ম্যানহাটানের হোটেলগুলোতে এই ইমিগ্র্যান্টদের নামিয়ে দেয়ার চেষ্টা করছে। তাদের এই কার্যক্রমে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে সিটিতে। ইতোমধ্যে মেয়র এই ‘২০ হাজার মাইগ্র্যান্ট’ ইস্যুতে সিটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। এই জরুরি অবস্থা মোকাবেলায় প্রেসিডেন্ট বাইডেনের কাছে তিনি ১ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছেন। স্টেট গভর্নর ক্যাথি হোকুলও বাইডেন প্রশাসনের কাছে একই ধরনের আহবান জানিয়েছেন। আগত এই মাইগ্র্যান্টদের অধিকাংশই ল্যাটিন আমেরিকান। এসাইলিদের সহায়তায় স্টেট রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে সিটিতে।
মেয়র এডামস সিটির ৫টি বরোতেই মাইগ্র্যান্টদের জন্য টেন্ট স্থাপন বা হোটেলের ব্যবস্থা করায় স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও কমিউনিটি লিডারদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এককভাবে কোন বরোই এই অতিরিক্ত চাপের মুখোমুখি হবে না। সবাইকেই তা শেয়ার করতে হবে। এটা মানবিকতার বিষয়। দেশ ও জন্মভুমি ছেড়ে আসা বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।