পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করেছে ‘গিয়াস-তারেক’ নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)। শনিবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশী ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটে নবান্ন রেষ্টুরেন্টের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান সহ অন্যান্য নিজ হাতে তবারক হিসেবে ভাত, গরুর মাংস ও ডাল বিতরণ করেন। সর্বস্তরের বিপুলসংখ্যক প্রবাসী লাইনে দাঁড়িয়ে তবারক গ্রহণ করেন।
মাগরেবের নামাজের পর নবান্ন পার্টি হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব এবং সভা পরিচালনা করেন জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ। অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন মাওলানা ড. সাইয়্যিদ এরশাদ আহম্মেদ আল বোখারী, বিশেষ অতিথি ছিলেন মুফতি ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী বদরপুরী ও মুফতি আব্দুল মালেক এবং প্রধান আলোচক ছিলেন সৈয়দ মুফতি আনসারুল করিম আল আজহারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান। এরপর অতিথি ছাড়াও আলোচনায় অংশ নেন জ্যামাইকার হাজী ক্যাম্প মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম, এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, মেয়র এরিক অ্যাডামসের অন্যতম উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম হারুন প্রমুখ।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, ডা. মাসুদুর রহমান, জেবিবিএ’র প্রধান নির্বাচন কমিশনার আব্দুর নূর বড় ভূইয়া, সাবেক সভাপতি শাহ নেওয়াজ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কিউ জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক সাঈদ, শোটাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম সহ জেবিবিএ’র কর্মকর্তা মোল্লা এম এ মাসুদ, হাসান জিলানী ও জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছবি: নিহার সিদ্দিকী