মেয়র এরিক শপথ গ্রহণের পর চাইল্ড কেয়ার ও চাইল্ড হুড এডুকেশন বিষয়ে একটি ব্লুপ্রিন্ট প্রকাশ করেছিলেন। সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী শিশুদের সেবার জন্য আগামী ৪ বছরে অর্থাৎ তাঁর দায়িত্ব পালনকালে ২ বিলিয়ন ডলারের বরাদ্দ ঘোষণা করেন। হিসাব অনুযায়ী বর্তমানে নিউইয়র্ক সিটিতে ৫ লক্ষ্যেরও বেশি শিশু রয়েছে যাদের বয়স ৫ বছরের কম।
এর মধ্যে ৩১৫,০০ এরও বেশি শিশুর পরিবার তাদের পরিচর্যার খরচ বহন করতে অক্ষম। এছাড়াও রয়েছে ১৪৮,০০০ নবজাত ও এক বছরের কম বয়সী শিশু। এই সব পরিবার অর্থাৎ যেসব ৪ সদস্যের পরিবারের বার্ষিক আয় ৮৩,২৫০ ডলারের কম সেসব পরিবারকে শিশু পরিচর্যার জন্য অর্থাৎ চাইল্ড কেয়ার এ্যাসিস্ট্যান্ট হিসেবে অর্থ দেয়া হবে ভাউচারের মাধ্যমে।
স্বল্প আয়ের আওতাভূক্ত এধরণের পরিবারগুলোকে তাদের শিশুদের পরিচর্যা খরচ এর জন্য আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে যারা বছরে ৮৩,২৫০ ডলারের কম আয় করেন। যেসব বাবা-মা প্রতি সপ্তাহে কমপক্ষে ১০ ঘন্টা কাজ করেন কিংবা যেসব শিশুর মা-বাবা কাজ খুঁজছেন, যেসব পরিবারে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার ইত্যাদি। যেকোন একটি হলেও উক্ত ভাউচার পাওয়ার জন্য যোগ্য হবে বলে বিবেচিত। উক্ত খবরে কত অর্থ দেয়া হবে প্রতিটি শিশুর জন্য তা অবশ্য উল্লেখ করা হয়নি। চাইল্ড কেয়ার ভাউচার পাওয়ার জন্য কিংবা বিস্তারিত জানার জন্য ভিজিট করা যেতে পারে www1.nyc.gov ওয়েবসাইট। যারা ওয়েব সাইট ভিজিট করতে চান না তারা ফোনে যোগাযোগ করতে পারেন ২১২-৮৩৫-৭৬১০ নম্বরে সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। উল্লেখ্য নিউইয়র্ক সিটির এ্যাডমিনিস্টেশন ফর চিলড্রেন সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবীরা বৃহস্পতিবার এই উপলক্ষে ডে অব এ্যাকশন পালন করে এবং বিভিন্ন এলাকায় ফ্লায়ার বিতরণ করেন।