ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অফিসের কক্ষটি নতুন করে সাজিয়েছে। একই সাথে বোর্ড রুমের মতো করে সাজানো রুমে টেলিভিশনসহ নানা সুবিধা সংযোজন করা হয়েছে। এতে বাইরে থেকে আসা অতিথিদের নিয়ে বোর্ড রুমেই বসা যাবে। এছাড়া বড় স্ক্রিনের টিভিতে অতিথিদের বিভিন্ন প্রেজেন্টেশন দেয়া যাবে।
অফিসের আধুনিকায়নের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, চিফ এডভাইজার আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ভাইস প্রেসিডেন্ট একে আজাদ, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর জাহাঙ্গীর হক, ডিরেক্টর জেনারেল এএইচএম নুরুজ্জামান, এডভাইজার মাহতাব চৌধুরী, এডভাইজার নূর মিয়া, এডভাইজার মহিব চৌধুরী, এডভাইজার ড. ওয়ালী তছর উদ্দিন, ফাইন্যান্স ডিরেক্টর আতাউর রহমান কুটি, প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মোস্তফা আহমেদ লাকি, মেম্বারশীপ ডিরেক্টর আব্দুল মুমিন, ডিরেক্টর শাহগীর বখত ফারুক, ডিরেক্টর বশির আহমেদ, ডিরেক্টর মুসলেহ আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মেঘনা গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে বক্তারা অফিসের আধুনিকায়ন দায়িত্ব নিয়ে সম্পাদন করায় ডিরেক্টর মুসলেহ আহমেদ ও প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মোস্তফা আহমেদ লাকি এবং দলের সবাইকে ধন্যবাদ জানান।