খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান। এবারের বিশ্বকাপের আসরেই দুই দল প্রথম বারের মতো মুখোমুখি হচ্ছে।
এর আগে কোনো খেলায় একে অপরের দেখা পায়নি তারা। দুই দলের শক্তি সামর্থ্য হিসেবে ইরানের থেকে অনেক এগিয়ে রয়েছে ইংল্যান্ড দল। কারণ বর্তমান প্রজন্মের ক্লাব ফুটবলের বেশ কিছু তরুণ তারকা খেলোয়াড় রয়েছে ইংলিশ দলে।
এছাড়া ইরান দলের তারকা খেলোয়াড় সর্দার আজমুনের ফিটনেস আশঙ্কাজনক। তিনি গত অক্টোবরের প্রথম দিকে ছেঁড়া হ্যামস্ট্রিংয়ে ইঞ্জুরি হওয়ার পর থেকে বায়ার্ন লেভারকুসেনের হয়ে খেলেননি। তবে তিনি ইরানের বিশ্বকাপ দলে রয়েছেন।