শনিবার অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পর্যবেক্ষক দলে বাংলাদেশী কর্মীদের অন্তর্ভুক্ত না করতে বিদেশি দূতাবাসগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
ঢাকায় অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের উদ্দেশ্যে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) পাঠানো এক চিঠিতে, নিজেদের পর্যবেক্ষক দলে বাংলাদেশী নাগরিকদের নিয়োগ দেয়া বেআইনি বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, ‘গাইডলাইনস ফর ফরেন ইলেকশান অবজারভার ২০১৮’ অনুযায়ী বাংলাদেশের জাতীয়তা থাকা বিদেশি মিশনের স্থানীয় কর্মীরা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে যোগ্য নয়।
সব বড় রাজনৈতিক দলের অংশগ্রহণে শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করে যৌথ বিবৃতি দেন ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা।
তারা বলেন, নির্বাচন হলো নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটি সুযোগ।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ হবে যেখানে জনগণ ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর’ পরিবেশে’ ভোট দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় কূটনীতিকদের ওই বিবৃতিতে।
সূত্র : ইউএনবি