দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার জেলার বিরামপুরে বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন এবং বীরগঞ্জের কাভার্ডভ্যানের ধাক্কায় আরেকজন মোটরসাইকেল চালক নিহত হন।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের রেলকোলীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮), আরোহী সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে সেলিনা (২৮) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে মাওলানা হযরত আলী (৫৬)।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, দিনাজপুরে বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক নারী আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে বিরামপুরের টাটকপুরের বেলডাঙ্গা মোড়ে এ ঘটনাটি ঘটে।
এদিকে বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের ভূল্লিরহাটের বড় করিমপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গন্তব্যে যাবার সময় একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কায় দুর্ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন মাওলানা হযরত আলী। মোটরসাইকেলে একাই ছিলেন তিনি।