১৮ই ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস্থ বাংলাদেশ প্লাজা অডিটরিয়ামে বাংলাদেশ ল’সোসাইটি ইউ,এস,এ ইনকের উদ্দ্যোগে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা পাঠের আসর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে মুক্তিযূদ্ধ বিষয়ক আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেস্টা এ্যাডভোকেট কাজী
শামসুদ্দোহা, উপদেস্টা এডভোকেট এম, কাইয়ূম চৌধুরী, উপদেস্টা এ্যাডভোকেট মো: আলী বাবুল, সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ নজরুল নজরুল ইসলাম, এ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম(বাংলাদেশ সুপ্রীম কোট), এটর্নী মুজিবুর রহমান, এটর্নী মুরাদ আহমদ, ব্যারিস্টার আকমাম খান, সহ-সভাপতি এ্যাডভোকেট রুবিনা আক্তার, এ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, এ্যাডভোকেট সোনিয়া সুলতানা, এ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল, এ্যাডভোকেট মিজানুর রহমান খান, এ্যাডভোকেট মাহবুবুল আলম, এ্যাডভোকেট সাইদুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনায় বক্তারা মহান মুক্তিযূদ্ধের সময় পাক হানাদার বাহিনী এদেশের নিরীহ জনতার উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, জাতিসংঘ বরাবরে আন্তর্জাতিক জেনোসাইড হিসাবে স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান।
দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য এ্যাডভোকেট মাওলানা আশিক আহমদ খান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রেদোয়ানা রাজ্জাক, আবৃত্তি করেন মো: আলী বাবুল ও সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, দেশাত্নবোধক সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মিতা ও বাপ্পী, সহযোগী শিল্পী ছিলেন রুবিন্না মান্নান ও মাহবুবুর রহনান বকুল প্রমুখ। উপদেস্টা এটর্নী মঈন চৌধুরী উপস্থিত হতে না পারায় দু:খ প্রকাশ করেছেন, তবে উনার প্রতিনিধি ছিলেন। উল্ল্যেখ্য এটর্নী মঈন চৌধুরী খাবার স্পন্সর করেন। পরিশেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন|