নিউইয়র্ক সিটিতে ৬ মাস আগে মারা যাওয়া এক বাংলাদেশীর পরিচয় মিলছে না। মৃত এ বাংলাদেশীকে নিয়ে বিপাকে সিটির চিফ মেডিকেল একজামিনারের অফিস। ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেইসেন্ট এলাকায় থাকতেন ওই বাংলাদেশী। মারা যাওয়া এ ব্যক্তির কোন পরিচয় নিয়ে কেউ এগিয়ে আসছেন না। মেডিকেল একজামিনার অফিসের দেয়া তথ্যমতে, মৃতব্যক্তির নাম গোলাম মাহমুদ। মৃত এ ব্যক্তির বাস করতেন ব্রুক্লিনের লিটল নাসাউ স্ট্রিটে। মারা গেছেন ২০২২ সালের ১৪ জুলাই। গোলাম মাহমুদের জন্ম ৭ জুলাই ১৯৬৮ সালে। ঘরেই মৃত্যু হয়েছিল গোলাম মাহমুদের। দীর্ঘ ৬ মাস ধরে এই মৃত্যুর বিষয় চুড়ান্ত করতে পারেনি চিফ মেডিকেল একজামিনারের অফিস। মরদেহ এখনও তাঁদের জিম্মায় আছে। তিনি ঘরে একাকী থাকতেন বলে মেডিকেল একজামিনার অফিসের সূত্র থেকে জানা গেছে।
গোলাম মাহমুদের পরিবার কিংবা নিকটাত্মীয়ের খোঁজ করছে সিটি কতৃপক্ষ। এ জন্য আনুষ্ঠানিকভাবে কমিউনিটি বরাবরে সাহায্যও চাওয়া হয়েছে। গোলাম মাহমুদের কোন ছবি সংগ্রহ কিংবা তাঁর সম্পর্কে বিস্তারিত আর কোন তথ্য জানা সম্ভব হয়নি।