পোল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে জরুরি বৈঠক হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রায় এক বছর পূর্তিকে সামনে রেখে প্রথমবারের মতো এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো।
মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে এবং ইউক্রেনের প্রধান সামরিক অফিসার জেনারেল ভ্যালেরি জালুঝনি কয়েক ঘণ্টার বৈঠকে মিলিত হন। ইউক্রেন সীমান্তের কাছে দক্ষিণ পোল্যান্ডের গোপন একটি স্থানে তারা মিলিত হয়েছিলেন।
মিলের সাথে বৈঠকের পর মঙ্গলবার জালুঝনি বলেন, তারা ইউক্রেনের সামরিক প্রয়েঅজন এবং যুদ্ধের অবস্থা নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি, ট্যাংক সরবরাহ করছে; ইউরোপও বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করছে।
ফলে যুদ্ধের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে।
সূত্র : আল জাজিরা