নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান ডা. ফেরদৌস খন্দকারের পিতা মরহুম আবুল কাশেম ফয়েজ খন্দকার (৮৫) গত ২০ জানুয়ারি শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। মরহুম আবুল কাশেম ফয়েজ খন্দকারের নামাজে জানাজা ২১ জানুয়ারি শনিবার জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জানাজা পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু জাফর বেগ। এর আগে ডা. ফেরদৌস খন্দকার বলেন, বাবার হাত ধরে ১৯৯১ সালে আমরা আমেরিকায় এসেছিলাম। এই মসজিদেই আমার বাবার সাথে নামাজ পড়তে আসতাম। বাবার কাছে কারও কোন পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। বাবার হয়ে তা আমি পরিশোধ করবো। দীর্ঘদিন মরণব্যধি ক্যানসারে ভোগার পর পিতা ফয়েজ খন্দকার শুক্রবার ২০ জানুয়ারি বিকেলে আল্লাহ’র ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেস্তে নসীব করবেন।
আবুল কাশেম ফয়েজ খন্দকারের মরদেহ এমিরেটেসের ফ্লাইটে শনিবারই বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের দেবিদ্বার উপজেলার বাকশার গ্রামে মায়ের কবরের পাশে সোমবার তাকে সমাহিত করা হয়। মরহমের বডি’র সাথে ডা ফেরদৌস খন্দকার বাংলাদেশে গেছেন।
ডা. ফেরদৌস খন্দকারের পিতা ফয়েজ আহমেদ খন্দকার নিউইয়র্কে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে কাজ করতেন।
উল্লেখ্য, ফয়েজ আহমেদ সাংবাদিক কাজি মন্টুর ছেলে সাইয়িদ কাজির শ্বশুর।