রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ ইন্ক এর উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে । স্থানীয় সময় শনিবার ( ২৮ শে জানুয়ারী ) নিউইয়র্কের ক্যাথলিক চার্চ সেন্ট হেলেনাস রোমান ক্যাথলিক চার্চে এই পূজা অনুষ্ঠিত হবে । রাত ৭ টায় পূজা শুরু হবে । রাত ৮ টায় অঞ্জলী প্রদান এবং রাত ৯.৩০ টায় প্রসাদ বিতরণ করা হবে । স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
পূজায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ ইন্ক এর সভাপতি নিতাই নাথ, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র কুন্ডু, সরস্বতী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গণেশ ভৌমিক । আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন অজিত চন্দ, নারায়ন দাস, স্নেহাংশু ভৌমিক, মিন্টু চক্রবর্তী, কুমারেশ সরকার, অসীম রায় রাম । পূজায় সার্বিক সহযোগিতায় থাকবেন স্বপন অধিকারী, অঞ্জন দেবনাথ, প্রদীপ বিশ্বাস, শ্যামল ভদ্র, সনানন্দ ঘোষ, সুদেব ভট্রাচার্য, প্রশেম ভৌমিক, দিপক ঘোষ, রাম হালদার , উত্তম সাহা, দুদুল দেবনাথ, বিপুল মজুমদার, সমরেশ কুন্ডু, অজিত নাথ, সঞ্জিত রায়, রনেন তালুকদার, সঞ্জয় সাহা, নিরঞ্জন গোলদার, শিব প্রসাদ ভৌমিক, মোহন দেব । সূত্র : ইউএনএ