যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে । স্থানীয় সময় সোমবার ( ১৬ জানুয়ারী ) দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করেন ।
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মোমতাজ শাহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রওশন আরা বেগম, জাহানারা আলী, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, কার্যকরী সদস্য নাহার আলম, সুরাইয়া হাসান ডোনা, বাফেলো থেকে আগত ফারজানা পারভিন প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন । সূত্র : ইউএনএ