মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোহাম্মদ সেলিম স্মরণে দোয়া মাহফিল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ বার

নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসানুজ্জামান হাসানের বড় ভাই, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোহাম্মদ সেলিম-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বাদ এশা সিটির উডসাইডস্থ আহলে বাইয়াত জমে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত করেন শাইখ সাইয়েদ রব্বানী আযহারী, নাতে রাসুল পাঠ করেন সাইয়্যেদ মুসতাইন বিল্লাহ রব্বানী এবং মিলাদ পরিচালনা করেন হাফেজ টিপু রহমান। সবশেষে দোয়া পরিচালনা করেন আহলে বাইয়াত জমে মসজিদে ইমাম ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী আযহারী।

দোয়ার আগে মরহুম মোহাম্মদ সেলিম স্মরণে তার ছোট ভাই মোহাম্মদ হাসানুজ্জামান হাসান সহ অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন বিশিষ্ট চিকিৎসক ডা. মাসুদুর রহমান ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর সভাপতি গিয়াস আহমেদ। এসময় তারা মরহুম সেলিমকে একজন সাদা মনের ভালো মানুষ হিসেবে উল্লেখ তার বিদেহী আত্মার মাগফেরাত এবং মহান আল্লাহ তায়ালা যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন সেই কামনাই করেন।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইর আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আহলে বাইয়াত জমে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী সৈকত আনোয়ার, বিশিষ্ট সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ, সাংস্কৃতিক কর্মী মোহর খান ও মরহুমের পরিবারের সদস্য/সদস্যসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

উলেখ্য, মোহাম্মদ সেলিম ম্যানহাটানের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২৩ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন। তার দেশের বাড়ী নীলফামারী জেলা। তিনি কান্সারে ভুগছিলেন। ঐদিন বাদ জোহর রিজউড-এ মরহুমের নামাজে জানাজা শেষে নিউইয়র্কেই তার মরদেহ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com