বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলা পাকিস্তানের ওয়াহাব রিয়াজ দেশটির পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান। মুখ্যমন্ত্রী মহসিন নকভির গঠিত তত্ত্বাবধায়ক মন্ত্রীসভায় ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছে তার। এবার মন্ত্রিত্বের দায়িত্ব নিতে বিপিএলের পুরো আসর শেষ না করেই দেশে ফিরেছেন এই ফাস্ট বোলার।
এক টুইট বার্তায় দেশে ফেরার বিষয়টি ওয়াহাব নিশ্চিত করেছেন। দেশে ফেরার আগে বিপিএলের দল খুলনা টাইগার্সকে শুভকামনা জানান। খুলনার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ দেন এই পাকিস্তানি পেসার। এছাড়া টুইট বার্তায় উল্লেখ করেন, দলটিতে থাকা পাকিস্তানি সতীর্থ আজম খানকে মিস করবেন।
টুইটারে ওয়াহাব দলের জন্য শুভকামনা জানিয়ে লিখেন, বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথেয়তার জন্য তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
এদিকে বিপিএলের এবারের আসরে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স।