সম্প্রতি আমেরিকার উপর দিয়ে উড়েছে চীনের গোয়েন্দা বেলুন। মার্কিন নিরাপত্তা বাহিনী সেই বেলুনটি গুলি করে ধ্বংস করে দেয়। আমেরিকার দাবি, বেলুনটিতে অত্যাধুনিক নজরদারির যন্ত্রপাতি ছিল। বেশ কয়েকটি অ্যান্টেনা ছিল। এই বেলুন দিয়ে নজরদারি করেছে চীন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে খবর সংগ্রহ কো হয়েছে বেলুনটি দিয়ে।
আমেরিকা জানিয়েছে, শুধু তাদের দেশের খবরই নয়, মোট ৪০টি দেশের খবর সংগ্রহ করছিল ওই গোয়েন্দা বেলুনটি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেলুনে যে যন্ত্রপাতি ছিল তার থেকেই স্পষ্ট যে এই বেলুনের উদ্দেশ্য ছিল চরবৃত্তি ও নজরদারি। বেলুনে অনেকগুলো অ্যান্টেনা ছিল। তার মাধ্যমে নানান তথ্য সংগ্রহ করা হচ্ছিল।
মার্কিন কর্মকর্তাদের দাবি, যারা এই বেলুনটি বানিয়ে ছেড়েছে, তাদের সাথে চীনা সেনাবাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে।
চীনের জবাব
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ওই বেলুনটি ছিল আবহাওয়া সংক্রান্ত খবর সংগ্রহের জন্য।
তার দাবি, এই বেলুনকে গুলি করে নামানো একেবারেই কাম্য ছিল না। এটা হলো চীনের বিরুদ্ধে মার্কিন প্রচারের একটি অঙ্গ। তবে কারা এই বেলুন তৈরি করেছে সেই তথ্য বেজিং দেয়নি।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় থেকেই আমেরিকার সাথে চীনের সম্পর্ক অবনতি হয়। বাইডেন আসার পরেও তা আর উন্নত হয়নি।
সূত্র : ভয়েস অব আমেরিকা