চীনের দৈত্যাকার বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত ৪ ফেব্রুয়ারি তাদের আকাশসীমায় তারা যে বেলুন ভূপাতিত করেছে সেটি চীনা গোয়েন্দা বেলুন। কিন্তু চীন এই দাবি অস্বীকার করে বলেছে, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য তাদের এই বেলুন মার্কিন আকাশসীমায় ভুলে প্রবেশ করেছে। এরপর উত্তর আমেরিকার আকাশে আরও তিন রহস্যময় বস্তুকে গুলি করে নামায় মার্কিন সেনাবাহিনী। এই নিয়ে এবার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।
তিনি বলেছেন, চীনা নজরদারি বেলুন যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করার ঘটনায় তিনি ক্ষমা চাইবেন না। জায়ান্ট এই বেলুন নজরদারিতে ব্যবহার করা হয়েছিল বলে জানান বাইডেন।
এ ছাড়া বেলুন কাণ্ড নিয়ে শিগগির চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে বাইডেন বলেন, আমরা আশা করছি বেলুনের শেষ দেখতে পাবো। কিন্তু বেলুন নামানোর জন্য আমি ক্ষমা চাইবো না।