বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

নিউইয়র্কে ৫ বছরের গর্ভপাতের ওষুধ মজুত

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৫৬ বার

নিউইয়র্ক রাজ্য গর্ভপাতের ওষুধ মিসোপ্রোস্টল মজুত করবে। গভর্নর ক্যাথি হোকুল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত সপ্তাহে টেক্সাসের এক ফেডারেল বিচারপতি আরেক ওষুধ মিফেপ্রিস্টোনের অনুমোদন বাতিল করার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

গভর্নর  ‘প্লানড পেরেনহুড অব গ্রেটার নিউইয়র্ক’ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, ‘এমএজিএ, গর্ভপাতবিরোধী চরমপন্থীরা, আইনপ্রণেতারা ও বিচারকেরা সবাই এই পথে চলতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা প্রজনন স্বাস্থ্য পরিচর্যায় সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়।’

নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ আগামী পাঁচ বছর ধরে গর্ভপাত নিরোধক ওষুধ রাজ্যবাসীকে সরবরাহ করার জন্য দেড় লাখ ডোজ মিসোপ্রোস্টল ক্রয় করার বিষয়টি চূড়ান্ত করেছে। এর দাম হবে প্রায় এক লাখ ডলার।

প্রাথমিক গর্ভধারণ সমাপ্তি ঘটনোর জন্য মিসোপ্রোস্টল ও মিফেপ্রিস্টোন একসাথে ‘গর্ভপাত পিল’ হিসেবে গ্রহণ করা হয়। ইউএস ডিস্ট্রিক্ট জজ ম্যাথু ক্যাসমারিক গত সপ্তাহে এফডিএ অনুমোদিত মিসফেপ্রিস্টোন বাতিল করে দিয়েছেন।

প্রায় একই সময় ওয়াশিংটন রাজ্যের ইউএস ডিস্ট্রিক্ট জাজ টমাস ও রাইস অন্তত ১৭টি রাজ্যে মিফেপ্রিস্টোনের অবাধ সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন। এসব রাজ্যে ডেমোক্র্যাটরা ওষুধটি সহজলভ্য করার জন্য আদালতের শরাণাপন্ন হয়েছে।

গভর্নর হোকুল বলেন, ‘এটা কেবল গর্ভপাতের ওপর একট হামলা নয়, ইট গণতন্ত্রের ওপর হামলা। আদালত আগে কখনো এফডিএর বিজ্ঞানভিত্তিক কোনো সিদ্ধান্ত বাতিল করেনি।’

দুটি ওষুধ পাশাপাশি সর্বোত্তম হিসেবে স্বীকৃতি লাভ করলেও বিশেষজ্ঞরা বলছেন যে মিসোপ্রোস্টল একাকিই সুরক্ষা দিতে পারবে।

মিসোপ্রোস্টলের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে হোকুল প্রশাসন গর্ভপাতের অধিকারকে সমুন্নত রাখতে চাচ্ছেন। তিনি এই অধিকার রক্ষার জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

এছাড়া হোকুল ঘোষণা করেছেন যে মিফেপ্রিস্টোন বাজার থেকে তুলে নেওয়া হলে রাজ্য গর্ভপাতের সাথে সংশ্লিষ্টদের সহায়তার জন্য ২০ মিলিয়ন ডলার থেকে ৩৫ মিলিয়ন ডলার প্রদান করবে।

তিনি কলেজ ক্যাম্পাসগুলোতে গর্ভপাত সুবিধা সম্প্রসারণের জন্য আসন্ন রাজ্য বাজেটে আরো ২৫ মিলিয়ন ডলার প্রদান করার প্রস্তাব করতে যাচ্ছেন বলেও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com