বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

‘কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী জুবায়ের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৫ বার

কমিউনিটির সেবায় বিশেষ অবদানের জন্য ক্যালগেরির বাঙালি প্রবাসী জুবায়ের সিদ্দিকী ‘কুইন এলিজাবেথ প্লাটিমান মেডেল’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। রাণী এলিজাবেথের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনে আলবার্টা সরকার প্রবর্তিত অত্যন্ত সম্মানজনক এ অ্যাওয়ার্ড।

আলবার্টা সরকারের কর্মসংস্থান, অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্রায়ান জিন এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মানসূচক মেডেল তুলে দেন।

উল্লেখ্য, জুবায়ের সিদ্দিকী বৃহত্তর সিলেটের বড়লেখার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ দিন কানাডার ক্যালগেরিতে প্রবাস জীবন-যাপন করছেন।

গণমাধ্যমে দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো পুরষ্কারই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আলবার্টা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সম্মানসূচক এ স্বীকৃতি ভবিষ্যতে তার কার্যক্রমকে আরও তরান্বিত করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com