অন্যান্য রাজ্যের নিউইয়র্ক সিটিতে অভিবাসী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির (এফইএমএ) প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। চলতি সপ্তাহে তিন দিনে ১৩ শ’ অভিবাসী আসার প্রেক্ষাপটে এই আহ্বান জানালেন তিনি।
অভ্যন্তরীণ বাজেট নিয়ে ব্রিফ করার সময় ‘হতাশ’ অ্যাডামস এই আবেদন জানিয়েছেন। তিনি জানান, অন্যান্য রাজ্য ফেডারেল অ্যাজেন্সির অর্থে বাসভর্তি করে অভিবাসীদের নিউইয়র্ক সিটিতে পাঠাচ্ছে। এফইএমএর উচিত হবে এটা বন্ধ করা। কারণ, অভিবাসীদের পেছনে অনেক অর্থ ব্যয় হচ্ছে। নিউইয়র্ক সিটির জন্য এটা বোঝা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘এফইএমএ কেন অন্য সব রাজ্যকে অর্থ দিচ্ছে বাসভর্তি করে লোকজনকে নিউইয়র্ক সিটিতে পাঠানোর জন্য?’
নিউইয়র্ক সিটিতে গত তিন দিনে ১৩ শ’ এবং ১৯ এপ্রিল থেকে ২৩ শ’ অভিবাসী নিউইয়র্কে এসেছে। তাদের আশ্রয় দেওয়ার জন্য আটটি নতুন শেল্টার চালু করা হয়েছে।
অ্যাডামস এই সমস্যা সমাধানে হোয়াইট হাউসের সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে যথাযথ সহায়তা না করার জন্য তিনি গত সপ্তাহে ফেডারেল সরকারের তীব্র সমালোচনাও করেন।
এফইএমএ অভিবাসীবিষয়ক সমস্যা লাঘব করার জন্য ৮০০ মিলিয়ন ডলার প্রদান করার প্রস্তুতি নিচ্ছে। অ্যাডামস চান, ওই অর্থ থেকে ৬৫০ মিলিয়ন ডলার যেন নিউইয়র্ক সিটিকে দেওয়া হয়। এখন পর্যন্ত নিউইয়র্ক সিটি মাত্র আট মিলিয়ন ফেডারেল সহায়তা পেয়েছে।
নিউইয়র্ক সিটিতে বাসভর্তি করে অভিবাসীদের পাঠানোর কাজ শুরু করেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট। গত সামারে তার রাজ্যে আসা অভিবাসীদের তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এর পর থেকে নিউইয়র্ক সিটিতে ৫৮ হাজার ৩০০ অভিবাসী এসেছে। এদের মধ্যে ৩৬ হাজার ১০০ অভিবাসী বর্তমানে নগরী-পরিচালিত শেল্টার ও মানবিক ত্রাণ কেন্দ্রগুলোতে অবস্থান করছে। অভিবাসীদের পাঁচটি বরোর ১২০টি হোটেল ও শেল্টারে রাখা হয়েছে।
অ্যাডামস জানান, অভিবাসীদের আশ্রয়, খাবার, পোশাক এবং অন্যান্য পরিষেবা প্রদান করার জন্য আগামী বছরের শেষ নাগাদ ৪.৩ বিলিয়ন ডলার ব্যয় হবে। আর ২০২৫ সাল নাগাদ পরিমাণটি দাঁড়াবে ৫.৩ বিলিয়ন ডলারে। অভিবাসীরে পেছনে ২০২২ সালের জুলাই থেকে গত মার্চ পর্যন্ত নিউইয়র্ক সিটি ইতোমধ্যেই ৮১৭ মিলিয়ন ডলার ব্যয় করেছে।